পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে হত-দরিদ্রদের মাঝে জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে সরকারের পক্ষ থেকে অঘোষিত লক ডাউনের ফলে কর্মজীবি হত-দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ১৪১ জন হত-দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মশুরের ডাল, ১ কেজি সয়াবিন তেল, হাফ কেজি লবণ, ১টি সাবান ও ২টি বিস্কুটের প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও তার ব্যাক্তিগত তহবিল থেকে ৩ হাজার মাস্ক, সাবান, ৩’শ প্যাকেট খাবার প্যাকেজ বিতরণ করেন। তিনি আরো বলেন, এই খাদ্য সমাগ্রী বিতরণ যতদিন পর্যন্ত ভাইরোস প্রতিরোধ না হবে, ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
পাঁচবিবিতে পৌরসভায় ১০টাকা কেজিতে
ওএমএস এর চাল বিক্রয় শুরু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ
দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এলাকায় অঘোষিত লক ডাউনের ফলে কর্মজীবি মানুষের কষ্ট লাঘভের লক্ষে সরকারের সিদ্ধান্তে খাদ্য অধিদপ্তর পরিচালিত হত-দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে ওএমএস এর চাল বিক্রয় শুরু। আজ মঙ্গলবার পৌর এলাকার ৩টি স্থানে এই কার্যক্রম শুরু হয়েছে। সকালে খাদ্য গোডাউন এলাকায় পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল-আমিন সাদ। রাধাবাড়ি রেলগেট এলাকায় ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু ও পৌর আ.লীগের সাবেক সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম চাল বিক্রয়ের উদ্বোধন করেন। সপ্তাহে ৩ দিন মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার এ কার্যক্রম চালু থাকবে। প্রত্যেক দিন প্রতি ডিলার ৬’শ ৫০ কেজি করে চাল বিক্রয় করতে পারবেন।