সিরাজগঞ্জে রায়গঞ্জে ওএমএস (খোলাবাজারে বিক্রির চাল) কালোবাজারে বিক্রির চেষ্টাকালে ৬৫ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার ষোলমাইল এলাকা থেকে একটি ভটভটিতে বোঝাই দেয়া ৬৫ বস্তা চালসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রক্ষ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর গ্রামের ওএমএস ডিলার নুরুল ইসলামের ছেলে মোজাহার আলী, একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে শফিকুল ইসলাম ও শাজাহান আলী।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ষোলমাইল এলাকা থেকে ওএসএম কর্মসুচীর চালসহ তাদের আটক করে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।